আর্যসত্য কী?
বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য হল পুনর্জন্ম থেকে মানুষকে মুক্তি দেওয়া। মানুষকে নিজ কর্মফলে জন্মান্তরে জরা, ব্যাধি, দুঃখ-কষ্ট, মৃত্যু প্রভৃতি ভোগ করতে হয়। যদি মানুষ পুনর্জন্ম রোধ করতে পারে তবে সে লাভ করবে চির মুক্তি বা নির্বাণ।
এই জন্য বুদ্ধদেব চার মৌলিক সত্য বা আর্যসত্যের কথা বলেছেন। এগুলি হল :
(১) জগৎ দুঃখময়
(২) দুঃখের কারণ আকাঙ্ক্ষা
(৩) আকাঙ্ক্ষার নিবৃত্তিতে মুক্তি আসে ও
(৪) দুঃখকষ্টের অবসানের জন্য সত্য পথ অবলম্বন করতে হবে।
এই চারটি মৌলিক সত্য অনুধাবন করতে বৌদ্ধধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বাস্তবক্ষেত্রে মানুষের মনে শান্তির বারি বর্ষণ করে, বৌদ্ধধর্ম পরিত্রাতারূপে আবির্ভূত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন