অষ্টাঙ্গিক মার্গ কী?



অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে?


বৌদ্ধধর্মের প্রচারক গৌতম বুদ্ধ মানুষের লোভ, আসক্তি, দুঃখ, অস্থিরতা, হিংসা, দ্বেষ, বিনাশ করার জন্য আটটি পন্থা বলেন। প্রকৃতপক্ষে আর্থিক ভোগতৃষ্ণা নিবারণ করার উদ্দেশ্যে আটটি পন্থার কথা বলেন।

• অষ্টপন্থা : 


এই আটটি পন্থা হল – (১) সৎবাক্য, (২) সৎকার্য, (৩) সৎজীবন, (৪) সৎচেষ্টা, (৫) সৎসংকল্প, (৬) সৎচিন্তা, (৭) সৎদৃষ্টি, (৮) সৎসমাধি—এই আটটি পথকেই অঙ্গাগিক মার্গ বলা হয়।

• প্রজ্ঞালাভ : 

এই অষ্ট মার্গ অনুশীলন করলেই মানুষের অন্তরে প্রজ্ঞা বা পরম জ্ঞানের সঞ্চার হবে এবং তা থেকেই আসবে নির্বাণ বা মোক্ষ। বুদ্ধদেবের মতে জন্মই দুঃখের কারণ। নির্বাণ হল কামনা-বাসনা, শোক-দুঃখ-কষ্টের ঊর্ধ্বে এমন এক অবস্থা যেখানে অপার শান্তি ও অনন্ত সুখ বিদ্যমান এবং সেখানে পৌঁছোলে আর পুনর্জন্ম হবে না।

ইতিহাসবিদদের মধ্যে রোমিলা থাপার অবশ্য অষ্টাঙ্গিক মার্গকে নতুন কোনো ধর্মচিন্তা বলে মনে করেননি। তাঁর মতে, বুদ্ধের ধর্মচিন্তা হিন্দু ধর্মেরই ক্ষুদ্র সংস্করণ। 

• মন্তব্য : 


বুদ্ধদেবের এই বিশ্বাস পার্থিব সুখবিরোধী। জন্মকেই তাঁরা দুঃখের কারণ রূপে চিহ্নিত করেছেন এবং চরম প্রজ্ঞা লাভ পুনর্জন্ম রোধ করার উপায়। ধর্মীয় উপকরণে এই সত্য কতটা সমর্থনীয় প্রশ্ন থেকে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন