পত্রিকায় কিছু অংশ প্রকাশিত হয়। এরপর ১২৮৪ বঙ্গাব্দে সঞ্জীবচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় বৈশাখ মাস থেকে মাঘ সংখ্যা পর্যন্ত পুনরায় প্রকাশিত হয়।
3. কৃষ্ণকান্ত রায়ের সন্তান সংখ্যা-
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৫
4. কৃষ্ণকান্ত রায়ের কন্যার নাম-
(A) হৈমবতী
(B) শৈলবতী
(C) শিলাবতী
(D) সৈরিন্ধ্রী
5. "আমি বাল্যকালে গুরু মহাশয়ের গোঁপ পুড়াইয়া দিয়াছিলাম”—এই কথা কে বলেছিলেন?
(A) গোবিন্দলাল
(B) বিনোদলাল
(C) হরলাল
(D) কৃষ্ণকান্ত
6. উইল জাল করার জন্য হরলাল ব্রহ্মানন্দকে আগাম কত টাকা দিয়েছিল?
(A) পাঁচশ টাকা
(B) হাজার টাকা
(C) দু-হাজার টাকা
(D) কোনো টাকা দেয়নি
7. "তিনি যে কার্যে স্বীকৃত হইয়াছেন, তাহা রাজদ্বারে মহা দণ্ডার্হ অপরাধ”—এখানে কোন কার্যের কথা বলা হয়েছে?
(A) খুনের কথা বলা হয়েছে
(B) ডাকাতির কথা বলা হয়েছে
(C) উইল জালের কথা বলা হয়েছে
(D) ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে
(C) উইল জালের কথা বলা হয়েছে
8. “রোহিণী তাহার উপরে মধ্যে মধ্যে বিষপূর্ণ মধুর কটাক্ষ করিতেছিল”— রোহিণী কার উপর কটাক্ষপাত করছিল?
(A) গোবিন্দলালের উপর
(B) হরলালের উপর
(C) কৃষ্ণকান্তের উপর
(D) বিড়ালের উপর
9. “মনে করি চাঁদা ধরি হাতে দিই পেড়ে।
বাবলা গাছে হাত লেগে আঙ্গুল গেল ছিঁড়ে।”—এই ছড়াটি কে কাকে শুনিয়েছিল?
(A) রোহিণী গোবিন্দলালকে
(B) গোবিন্দলাল ভ্রমরকে
(C) কৃষ্ণকান্ত রোহিণীকে
(D) ব্রহ্মানন্দ হরলালকে
10. “অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী”— কৃষ্ণকান্তের এই উক্তির প্রত্যুত্তরে রোহিণী কী উত্তর দিত?
(A) মৃগশিরা আর্দ্রা পুষ্যা পুনর্বসু
(B) মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা
(C) মৃগশিরা পুষ্যা পুনর্বসু আর্দ্রা
(D) মৃগশিরা পুষ্যা আর্দ্রা পুনর্বসু
(B) মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা
11. রাত্রিবেলায় কৃষ্ণকান্তের প্রহরীরূপে শয়ন করত—
(A) শ্যাম
(B) রাম
(C) হরি
(D) হরিহর
12. "একটি মিথ্যা উপন্যাস বলিতে লাগিল ” - কে কারে এই মিথ্যা উপন্যাস বলেছিল?
(A) ব্রহ্মানন্দ হরলালকে
(B) গোবিন্দলাল ভ্রমরকে
(C) রোহিণী কৃষ্ণকান্তকে
(D) রোহিণী হরলালকে
13. "আমি তোমার অযোগ্য?” – কে কাকে এই প্রশ্ন করেছিল?
(A) রোহিণী গোবিন্দলালকে
(B) রোহিণী হরলালকে
(C) ভ্রমর গোবিন্দলালকে
(D) গোবিন্দলাল ভ্রমরকে
14. ব্রহ্মানন্দের সে সকল আপদ বালাই ছিল না” – এখানে আপদ বালাই বলতে বোঝানো হয়েছে—
(A) স্ত্রী
(B) টাকা
(C) চাকরাণী
(D) কোন্দল
15. বারুণী পুষ্করিণীর বর্ণনা আছে 'কৃয়কান্তের উইল' উপন্যাসের—
(A) প্রথম খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদে
(B) প্রথম খন্ডের সপ্তম পরিচ্ছেদে
(C) প্রথম খণ্ডের অষ্টম পরিচ্ছেদে
(D) প্রথম খণ্ডের নবম পরিচ্ছেদে
(B) প্রথম খন্ডের সপ্তম পরিচ্ছেদে
16. চাকরাণী সম্প্রদায় ভ্রমরকে মান্য করত না, কারণ—
(A) ভ্রমর ছেলেমানুষ
(B) ভ্রমর গৃহিণী নয়
(C) শাসন করতে পটু নয়
(D) উপরোক্ত সবগুলি
17. 'কারকুন' শব্দের অর্থ—
(A) ছারপোকা
(B) উকুন
(C) রাজস্ববিভাগীয় কেরানি
(D) এদের কোনোটিই নয়।
(C) রাজস্ববিভাগীয় কেরানি
18. “আমিও তোর উপর এক চাল চালিব”—একথা ভেবেছিল—
(A) গোবিন্দলাল
(B) হরলাল
(C) রোহিণী
(D) কৃষ্ণকান্ত
19. “এ রোগের চিকিৎসা নাই আমার মুক্তি নাই”—একথা বলেছিল—
(A) ভ্রমর
(B) রোহিণী
(C) গোবিন্দলাল
(D) কৃষ্ণকান্ত
20. 'বিবিক্ষু' শব্দের অর্থ—
(A) প্রবেশ
(B) প্রবেশেচ্ছু
(C) প্রকাশেচ্ছু
(D) প্রবেশাধিকার
21. “মোটাসোটা গোটাগোটা-মল পায়ে-গোট পরা-হাসি চাহনিতে ভরা ভরা”—যার সম্পর্কে এই বর্ণনা দেওয়া হয়েছে তার নাম-
(A) যশোদা
(B) মানদা
(C) ক্ষীরোদা
(D) অন্নদা
22. ভ্রমর কাঁদতে কাঁদতে গিয়ে কোন্ বই পড়তে বসেছিল?
(A) চন্ডীমঙ্গল
(B) অন্নদামঙ্গল
(C) ব্রতকথা
(D) রামায়ণ
23. কৃষ্ণকান্ত গোবিন্দলালকে কোন্ মহালের তত্ত্বাবধানে পাঠিয়েছিলেন?
(A) বন্দরখালি
(B) সন্দেশখালি
(C) বকখালি
(D) এদের কোনোটিই নয়
24. ______কথা প্রথমে স্মৃতিমাত্র ছিল, পরে দুঃখে পরিণত হইল”— শূন্যস্থানে উপযুক্ত শব্দটি হল-
(A) রোহিণী
(B) রোহিণীর
(C) রোহিণির
(D) রোহিনীর
25. কৃষ্ণকান্ত পরলোকযাত্রা করেছিলেন উপন্যাসের—
(A) প্রথম খণ্ডের চতুর্বিংশতিতম পরিচ্ছেদে
(B) প্রথম খণ্ডের পঞ্চবিংশতিতম পরিচ্ছেদে
(C) প্রথম খণ্ডের ষড়বিংশ পরিচ্ছেদে
(D) দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদে
(C) প্রথম খণ্ডের ষড়বিংশ পরিচ্ছেদে
26. কৃষ্ণকান্তের শ্রাদ্ধে মোট খরচ হয়েছিল-
(A) ৩২৩৫৫/১২ ।।
(B) ৩২৩৫৬/১২ ।।
(C) ৩২৩৫৬/১৩
(D) ৩২৩৫৭/১৩
27. গোবিন্দলালের সঙ্গে ভ্রমরের বিবাহের সময় ভ্রমরের বয়স ছিল—
(A) সাত বছর
(B) আট বছর
(C) নয় বছর
(D) দশ বছর
28. কৃষ্ণকান্তের মৃত্যুর সময় ভ্রমরের বয়েস ছিল—
(A) পনেরো বছর
(B) সতেরো বছর
(C) ষোলো বছর
(D) আঠারো বছর
29. “আমি বলিতেছি-আবার আসিবে -আবার ভ্রমর বলিয়া ডাকিবে আবার আমার জন্য কাঁদিবে”— গোবিন্দলালকে ভ্রমর এই কথা বলেছিল—
(A) অষ্টাবিংশ পরিচ্ছেদে
(B) ঊনত্রিংশ পরিচ্ছেদে
(C) ত্রিংশ পরিচ্ছেদে
(D) একত্রিংশ পরিচ্ছেদে
30. ভ্রমরের পিতার নাম -
(A) মানবেন্দ্রনাথ সরকার
(B) মহেন্দ্রলাল সরকার
(C) মহেন্দ্রনাথ সরকার
(D) মাধবীনাথ সরকার
31. হরিদ্রাগ্রামের পোস্টমাস্টারের বাড়ি ছিল—
(A) হরিদ্রাগ্রামে
(B) বরিশালে
(C) বিক্রমপুরে
(D) ঢাকায়
32. ভ্রমরের পিত্রালয়ের নাম -
(A) ধাত্রীগ্রাম
(B) হরিদ্রাগ্রাম
(C) রাজগ্রাম
(D) কুসুমগ্রাম
33. মাধবীনাথ চলে যাওয়ার সময় পোস্টমাস্টারের হাতে কত টাকার নোট দিয়েছিল?
(A) পাঁচ টাকার
(B) দশ টাকার
(C) কুড়ি টাকার
(D) দু' টাকার
34. প্রসাদপুর কোন জেলায় অবস্থিত?
(A) ঢাকা
(B) বিক্রমপুর
(C) খুলনা
(D) যশোর
35. সাব ইনস্পেক্টর মাধবীনাথের চিঠি পেয়ে যে কনস্টেবলকে পাঠিয়েছিলেন তার নাম—
(A) হরিসিং
(B) নিদ্রাসিংহ
(C) হরিদাস বৈরাগী
(D) রামসিং পেয়াদা
36. কলকাতায় মাধবীনাথের বড়ো আত্মীয়ের নাম হল -
(A) নিষাকর দাস
(B) নিশাকর দাস
(C) নিসাকর দাস
(D) নিশাকর দাষ
37. প্রসাদপুরে কুঠির পাশ দিয়ে প্রবাহিত নদীটির নাম—
(A) চিত্রা
(B) রূপসা
(C) ধানসিড়ি
(D) জলসিড়ি
38. “ওস্তাদজী শুয়ার গুণচ না কি?” - ওস্তাদজির নাম কী?
(A) দানেস খাঁ
(B) দানেশ খাঁ
(C) দানেষ খাঁ
(D) দীনেশ খাঁ
39. “আমার নাম রাসবিহারী দে” – একথা কে বলেছিল?
(A) নিশাকর দাস
(B) দানেশ খাঁ
(C) মাধবীনাথ সরকার
(D) সোনাময় দাস
40. “মুনিব মন্দ নয়, কিন্তু মুনিব ঠাকরুণ বড় হারামজাদা"— একথা কে বলেছিল?
(A) রূপো
(B) সোনা
(C) ক্ষীরোদা
(D) হরিদাস বৈরাগী
41. রোহিণীর মৃত্যু হয়েছিল উপন্যাসের—
(A) দ্বিতীয় খণ্ডের অষ্টম পরিচ্ছেদে
(B) দ্বিতীয় খণ্ডের নবম পরিচ্ছেদে
(C) দ্বিতীয় খণ্ডের দশম পরিচ্ছেদে
(D) দ্বিতীয় খণ্ডের একাদশ পরিচ্ছেদে
(B) দ্বিতীয় খন্ডের নবম পরিচ্ছেদে
42. প্রসাদপুরের কুঠি থেকে থানার দূরত্ব ছিল-
(A) চার ক্রোশ
(B) পাঁচ ক্লোশ
(C) ছয় ক্লোশ
(D) সাত ক্লোশ
43. প্রসাদপুরে গোবিন্দলাল যে নাম গ্রহণ করেছিল তা হল-
(A) মণিলাল দত্ত
(B) মণিলাল বসু
(C) চুণিলাল দত্ত
(D) হরিপ্রসাদ দত্ত
44. প্রসাদপুরের কুঠিতে খুনের তদন্তের দায়িত্ব পেয়েছিলেন যে ডিটেকটিভ ইনস্পেক্টর তার নাম—
(A) ফিচেল খাঁ
(B) দিলীপ দত্ত
(C) অজয় রায়
(D) প্রতাপ সরকার
45. খুনের দায়ে অভিযুক্ত গোবিন্দলাল ওরফে চুণিলাল দত্তের বিরুদ্ধে সাক্ষীর সংখ্যা ছিল—
(A) দুই
(B) তিন
(C) চার
(D) একজনও ছিল না
46. ভ্রমর মারা গিয়েছিল উপন্যাসের দ্বিতীয় খণ্ডের—
(A) ত্রয়োদশ পরিচ্ছেদে
(B) চতুর্দশ পরিচ্ছেদে
(C) পঞ্চদশ পরিচ্ছেদে
(D) ষোড়শ পরিচ্ছেদে
47. ভ্রমরের দিদির নাম কী?
(A) কামিনী
(B) নলিনী
(C) সুভাষিণী
(D) যামিনী
48. গোবিন্দলালের ভাগিনেয়ের নাম কী?
(A) রমাকান্ত
(B) রতিকান্ত
(C) শচীকান্ত
(D) দিব্যকান্ত
49. ভ্রমরের মৃত্যুর কত বছর পরে গোবিন্দলাল হরিদ্রাগ্রামে এসেছিল?
(A) দশ বছর পরে
(B) এগারো বছর পরে
(C) বারো বছর পরে
(D) তেরো বছর পরে
50. “প্রমোদভবনের পরিবর্তে একটি মন্দির প্রস্তুত করিল”–কে মন্দির প্রস্তুত করেছিল?
(A) গোবিন্দলাল
(B) কৃষ্ণকান্ত
(C) শচীকান্ত
(D) মাধবীনাথ
একটি মন্তব্য পোস্ট করুন