কাব্য জিজ্ঞাসা গ্রন্থের রস প্রবন্ধে লেখক অতুলচন্দ্র গুপ্ত এই মন্তব্যটি করেছেন। তিনি বলেছেন রস আর কাব্যের জগৎ হচ্ছে অলৌকিক মায়ার জগৎ, লৌকিক জগতে এদের কোনও ভূমিকা নেই। লৌকিক জগতের বিষয় কারোর মনে রসের জন্ম দেয় না। রস হল একপ্রকার আস্বাদনীয় মানসিক অবস্থা। লৌকিক জগতের কোনো উপাদান কারো মনে এই আস্বাদনীয় অবস্থার সৃষ্টি করতে পারে না। এজন্যই লৌকিক জগতের বিষয় কাব্যের বা রসের বিষয় নয়। কিন্তু এই লৌকিক জগতের বিষয়ই যদি কবির প্রতিভার স্পর্শে, কল্পনা শক্তির দ্বারা পরিবর্তিত ও পরিশুদ্ধ হয়ে কাব্যের বিভাব হয়ে ওঠে, তাহলে সেই কাব্য পাঠে পাঠকের মনে আস্বাদনীয় অবস্থার জাগরণ ঘটে। জগতে যত কাব্য সৃষ্টি হয়েছে সব এভাবেই সাধারণ লৌকিক বিষয় থেকে অসাধারণ এবং অলৌকিক কাব্য বিষয়ে পরিণত হয়েছে। এই অলৌকিক কাব্যপাঠেই আনন্দানুভূতি বা রসানুভূতি জাগে।
যে কাব্যজগৎ সহৃদয় পাঠককে রসপ্লুত করে তার হৃদয়ে যে রসের আবেদন আনে তা কখনও লৌকিক নয়। এজন্যই বলা হয় রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ, কারণ কবি তার কবি কৌশলের মায়াবলেই লৌকিকবস্তুকে অলৌকিক জগতে পৌঁছে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন