ভারতে বৌদ্ধ ধর্মের পতনের প্রধান কারণগুলি কী কী?

বৌদ্ধ ধর্মের অবলুপ্তির কারণ কী ?


ভারত বহির্ভূত এশীয় দেশগুলিতে বৌদ্ধ ধর্ম বর্তমান থাকলেও ভারতে তা প্রায় বিলুপ্ত। এর কারণগুলি ছিল :

(১) মৌর্যযুগের পতনের পর থেকে বৌদ্ধ ধর্ম ক্রমেই রাজকীয় পৃষ্ঠপোষকতা হারাতে থাকে। কণিষ্ক, হর্ষবর্ধনের পর বিশেষ কোনো রাজাই এই ধর্মের প্রতি তাঁদের অনুরাগ দেখাননি। পক্ষান্তরে গুপ্ত সম্রাটদের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণ্য ধর্মের পুনর্জাগরণ হয়।

(২) বুদ্ধদেবের দেহত্যাগের একশো বছরের ভেতর বৌদ্ধদের মধ্যে পরস্পর বিরোধী সম্প্রদায়ের উদ্ভব হয়। অন্তর্নিহিত ঐক্য ও সংহতি বিনষ্ট হয়ে সামগ্রিক পতনের পথ প্রশস্ত করে। 

(৩) বৌদ্ধ ধর্মে মহাযান মতের উদ্ভব ও মূর্তিপুজোর প্রচলনের ফলে হিন্দু ও বৌদ্ধদের মধ্যে ব্যবধান কমে যায়, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মে মিশে যায়।

(৪) বৌদ্ধ মঠ বা সংঘগুলিতে অতিরিক্ত রাজানুগ্রহ এবং অর্থ সম্পদের প্রাচুর্য সন্ন্যাসজীবনের পবিত্রতাকে বিনষ্ট করে তাদের দুর্নীতিপরায়ণ ও অনাচারদুষ্ট করে তোলে। ক্রমেই সাধারণের কাছে বৌদ্ধ ধর্ম জনপ্রিয়তা হারাতে থাকে।

(৫) কণিষ্কের পর ভারতে প্রতিভাসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত বা সন্ন্যাসীর আবির্ভাব হয়নি। পক্ষান্তরে শংকরাচার্য, কুমারিল ভট্ট প্রভৃতি হিন্দু সংস্কারকদের বৌদ্ধ ধর্ম-বিরোধী আন্দোলন এই ধর্মকে ক্রমেই দুর্বল করে তোলে।

(৬) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে তুর্কিদের ভারত আক্রমণকালে বৌদ্ধ মঠগুলি ধ্বংস এবং বৌদ্ধদের ব্যাপকহারে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ায় ভারতে এই ধর্মের অবলুপ্তি ঘটে।

Post a Comment

নবীনতর পূর্বতন