কীভাবে ভারতবর্ষের নামকরণ হয়?

কীভাবে ভারতবর্ষের নামকরণ হয়?


অতি প্রাচীনকালে ভারতকে জম্বুদ্বীপ নামে অভিহিত করা হত। পরবর্তীকালে এদেশের নাম 'ভারতবর্ষ' রূপে স্বীকৃত হয়েছে।

মহাভারতে উল্লেখিত দুষ্মন্তপুত্র ভরতের নাম থেকে 'ভারতবর্ষ' নামের উৎপত্তি হয়েছে। অবশ্য ঐতিহাসিক রামশরণ শর্মা মনে করেন যে রাজা সুদাসের ভরত গোষ্ঠী নামের উল্লেখ থেকে এদেশের নাম ভারত হয়েছে। রোমিলা থাপার মহাভারতে উল্লেখিত ভরতকে ভারত নামের প্রধান সূত্র বলে উল্লেখ করেছেন।


ভারতকে হিন্দুস্থান কেন বলা হয়?


পারসিকরা ভারতের সিন্ধুকে বলত হিন্দব্ বা হিন্দু (হিন্দব্ বা হিন্দ্ অর্থে ঐশ্বর্যশালী দেশ)। তাঁরা দন্ত্য-স-কে হ রূপে উচ্চারণ করতেন। এভাবে সিন্ধুনদের তীরবর্তী অঞ্চলের অধিবাসীরা 'হিন্দু' এবং সিন্ধু নদের তীরে হিন্দুদের বসতি অঞ্চলেই 'হিন্দুস্তান' নামে পরিচিতি পায়।


ইন্ডিয়া নামের উৎপত্তি কিভাবে হল?


গ্রিকবীর আলেকজান্ডার ভারত আক্রমণকালে সিন্ধু অঞ্চলের নিকট উপস্থিত হন। গ্রিকরা সিন্ধুদেশকে ‘ইন্দোস' এবং সিন্ধু নদকে 'ইন্দুস' উচ্চারণ করতেন। এইভাবে গ্রিক ইন্দোস বা ইন্দুস থেকে ইংরেজি ' ইন্ডিয়া ' নামকরণ হয়।


Post a Comment

নবীনতর পূর্বতন