মাঝরাতে কোকিল কেন ডাকে?
আমরা হঠাৎ করেই কোনো কোনোদিন হয়তো রাত্রে শুয়ে, ঘুমিয়ে, বা রাত জেগে কোনো কাজ করতে গিয়ে বিভিন্ন পাখির গলার আওয়াজ শুনে থাকি। কিন্তু আপনি কি জানেন এই অসময়ে যখন তাদের বাসায় ফিরে ঘুমিয়ে পড়ার সময়, তখন তারা এইভাবে তীক্ষ্ণ স্বরে ডাকে কেন?
এটা ঘটার জন্য মূলত দুটি প্রধান কারণ বিদ্যমান। প্রথমটি হলো, কোনো প্রাকৃতিক বিপত্তির কারণে এবং আর দ্বিতীয়টি হলো, আমাদের কোনো কৃতকর্ম অর্থাৎ মানুষের কর্মকাণ্ডের দ্বারা সৃষ্ট কোনো কারণে। রাত্রে কিছু পাখি মিলনের জন্য তাদের সঙ্গীকে আকৃষ্ট করতেই ডাক দিয়ে থাকে। পেঁচার মতো নিশাচর পাখিরা রাতের বেলা কু কু স্বরে ডাক দেয় এবং শিকারের সন্ধানে উড়ে বেড়ায়। মূলত আমরা রাত্রিবেলা ১২ থেকে ২ টোর দিকে যে কোকিল পাখির আওয়াজ শুনতে পাই, ওরা সাধারণ কোকিল নয়, ওদেরকে বলা হয় বাজ কোকিল। এছাড়া কিছু পাখি আছে যারা নিশাচর, তারা রাত্রেই সরব হয়ে ওঠে।
আমরা দিনের বেলা যা যা কাজকর্ম করি সমস্তকিছুর প্রভাব কিন্তু পশুপক্ষীদের উপর গিয়ে পড়ে। বাজি ফাটানো, ৫জি নেটওয়ার্ক, কলকারখানার আওয়াজ, ইত্যাদি পাখিদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। শহরের ভিড়, কোলাহল, গাড়ির হর্ণ, ছাড়াও আরও নানারকম শব্দের কারণে পাখিরা দিনের বেলায় নিজেদের সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে পারে না। কিন্তু রাত্রে তাদের সেই অসুবিধে হয় না। ফলে তারা শান্তিতে মিলনের আশাতেই এইভাবে রাত্রে ডাকা শুরু করেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনার বাড়ির আশেপাশে রাত্রে পাখি ডেকে ওঠায় যদি আপনি বিরক্ত হয়ে ওঠেন বা ঢিল ছুড়ে তাদের তাড়ানোর চেষ্টা করেন, তাহলে ভুল করছেন। এমনটা করবেন না তাদেরকে শান্তিতে বাঁচতে দিন। তারা অনেক সংকটের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
Tags: রাতের বেলা কোকিল ডাকলে কী হয়? , রাতের বেলা পাখি ডাকে কেন? , রাতের বেলা কোকিল ডাকে কেন?, মাঝরাতে পাখি ডাকার কারণ কী?
একটি মন্তব্য পোস্ট করুন