আরণ্যক উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য | WBPSC বাংলা প্রশ্ন উত্তর

আরণ্যক

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


লেখক পরিচিতি:

• জন্ম:

১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর বুধবার কাঁচরাপাড়ার মুরাতিপুর গ্রামে। বঙ্গাব্দের বিচারে ১৩০১ সনের ২৮ ভাদ্র। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী।

• শিক্ষা ও কর্মজীবন:

লেখকের শিক্ষাজীবনের সুত্রপাত হয়। প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায়। পরবর্তীকালে ১৯০৮ খ্রিস্টাব্দে বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। ম্যাট্রিকুলেশান পাস করেন ১৯১৪ খ্রিস্টাব্দে। এরপর রিপন বা বর্তমানের সুরেন্দ্রনাথ কলেজে ভরতি হন। সে সময় ওই কলেজের অধ্যক্ষ ছিলেন বিখ্যাত প্রাবন্ধিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। ১৯১৯ খ্রিস্টাব্দে জাঙ্গিপাড়া মাইনর স্কুলে শিক্ষকতার মধ্যে দিয়ে শুরু হয় বিভূতিভূষণের কর্মজীবন। এরপর আরও একটি স্কুলে এবং পরে ১৯২৪ খ্রিস্টাব্দে তিনি পাথুরিয়াঘাটার অক্ষয় ঘোষ মহাশয়ের অধীনে এস্টেট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়ে ভাগলপুর যান। ছয় বছর তিনি ভাগলপুরে ছিলেন। ১৯৩০ খ্রিস্টাব্দে অক্ষয়বাবুর অধীনেই পুনরায় শিক্ষকতার সঙ্গে যুক্ত হন। এরপর ১৯৪১ খ্রিস্টাব্দ থেকে তিনি ব্যারাকপুর গ্রাম নিকটস্থ গোপালনগরে হরিপদ ইনস্টিটিউশনে শিক্ষকতা করেন।

• বিবাহ:

প্রথমা পত্নী গৌরী দেবী। গৌরী দেবীর মৃত্যুর বেশ কিছু বছর পরে ১৯৪০ খ্রিস্টাব্দে বিবাহ করেন রমা দেবীকে।

• রচিত গ্রন্থ:

পথের পাঁচালী (১৯২৯), অপরাজিত (১৯৩২), দৃষ্টিপ্রদীপ (১৯৩৫), আরণ্যক (১৯৩৯), বিপিনের সংসার (১৯৪১, আদর্শ হিন্দু হোটেল ১৯৪০), দেবযান (১৯৪৪), অনুবর্তন (১৯৪২), ইছামতী (১৯৪৯, মতান্তরে ১৯৫০), মেঘমল্লার (১৯৩১), মৌরীফুল (১৯৩২), যাত্রাবদল (১৯৩৪), কিন্নর দল(১৯৩৮), অভিযাত্রিক (১৯৪০), স্মৃতির রেখা (১৯৪১), তৃণাঙ্কুর (১৯৪৩) ইত্যাদি।

• তিরোধান:

১৯৫০ খ্রিস্টাব্দের ১ নভেম্বর (১৩৫৭ বঙ্গাব্দ) ৫৬ বছর বয়সে ঝাড়খণ্ডের ঘাটশিলায় তাঁর মৃত্যু হয়। 

• পুরস্কার:

রবীন্দ্র পুরস্কার (১৯৫০, ইছামতী উপন্যাসের জন্য)

•গ্রন্থ পরিচিতি:

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'আরণ্যক' (১৯৩৯) উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস।

• গ্রন্থের রচনাকাল:

১৯৩৭-১৯৩৯ খ্রিস্টাব্দ।

• গ্রন্থাকারে প্রকাশ:

কাত্যায়নী বুক স্টল থেকে উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার আগে উপন্যাসটি "প্রবাসী" মাসিক পত্রিকায় ১৯৩৮ খ্রিস্টাব্দ থেকে ১৯৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 

• বৈশিষ্ট্য:

উত্তম পুরুষে রচিত এই উপন্যাসে আছে অধুনা ঝাড়খণ্ডের ভাগলপুরের অরণ্যপ্রকৃতি ও সেখানকার মানুষের কথা। প্রকৃতি এই উপন্যাসে একটি চরিত্ররূপে অঙ্কিত হয়েছে। সমগ্র কাহিনীর নায়িকাও যেন এই প্রকৃতি।

👉একনজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

•উপন্যাসের বক্তা—সত্যচরণ

•মোট পরিচ্ছেদ সংখ্যা- আঠারোটি।

•মোট চিত্রসংখ্যা- দশটি।

•উল্লেখিত নদী—কারো, কুশি, কলবলিয়া, মিছি, চানন।

•উল্লেখিত পাখি—শ্যামা, শালিক, হরটিট, বনটিয়া, ফেজান্ট ক্রো, চড়াই, ছাতারে, ঘুঘু, হরিয়াল, লি, কুল্লো, বক, সিল্লি, মাণিকপাখি, কাক।

•উল্লেখিত গাছ—হরিতকি, পাকুর, বকাইন, পিয়াল, আসান, অর্জুন, ছাতিম, কেলিকদম্ব।

• উল্লেখিত ফুল—দুধিয়া, ওয়াটার ক্রোফ্‌ট, হংসলতা, বয়ড়া।

• উল্লেখিত স্থান—লবটুলিয়া, বইহার, ফুলকিয়া, পূর্ণিয়া, মুঙ্গের, মোহনপুরা, ভীমনাস টোলা, কাটারিয়া, ঢোলবাজ্যা, দ্বার ভাঙ্গা, ধরমপুর, শুয়োরমারি।

• উল্লেখিত মেলা—বইহারের মেলা, অখিলকুচার মেলা (শিবরাত্রির সময় হয়), কাটুনির মেলা।

•উপন্যাসের বালক চরিত্র— ধাতুরিয়া ।

• উপন্যাসের খল চরিত্র— রাসবিহারী সিং, নন্দলাল ওঝা।

•টাইপ চরিত্র—যুগলপ্রসাদ (অরণ্যপ্রেমী), মটুকনাথ (শিক্ষক)।

• অনার্থ চরিত্র—রাজা দোবরুপান্না, ভানুমতী (বা ভান্ মতী)।

•শিকারি চরিত্র—দশরথ সিং ঝান্ডাওয়ালা, বাঁকে সিং।

• কবি চরিত্র— ভেঙ্কটেশ্বর প্রসাদ

•বিশেষিত চরিত্র—পণ্ডিতজী (মটুকনাথ), বাবাজী (নকছেদী), নাটুয়া বালক (ধাতুরিয়া), কবি-দার্শনিক (রাজু পাঁড়ে)।

•স্মরণীয় কয়েকটি চরিত্র—রাজু পাড়ে, ধাতুরিয়া, ধাওতাল সাহু, কুন্তা, রাজা দোবরু পান্না।

• উৎসর্গ—পত্নী গৌরী দেবীকে। 

• তুলনীয় পাশ্চাত্য উপন্যাস 'Green Mansions' by W.H. Hudson!

• উল্লেখিত চিত্র—জাপানি চিত্র হাকুসাই। হাকুসাইয়ের জন্ম ১৭৬০ খ্রিস্টাব্দে জাপানের কাটসুশিকায়। তাঁর বিখ্যাত কয়েকটি ছবির নাম The Dragon of smoke, Fine wind, The Yodo river, Yoshino Waterfalls ইত্যাদি।

উপন্যাস সম্পর্কে যে যা বলেছেন---এই উপন্যাসটি সম্পর্কে 'কথাসাহিত্য' মাসিক পত্রিকায় ১৩৪৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় রাজশেখর বসু বলেছেন, "পড়লে ঘরে বসেই হাওয়া বদলের কাজ হয়।” ১৩৫৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় 'শনিবারের চিঠি'-তে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় লিখেছিলেন, “এক অভিনব উপনিষদ"। এই একই সংখ্যায় কথাসাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায় উল্লেখ করেছিলেন 'অভিনব বস্তু' বলে।

Post a Comment

নবীনতর পূর্বতন