বাংলা ইন্টারভিউয়ের জন্য কী কী পড়বেন? • WBCSC | WBPSC | WBSSC Bangla Interview Tips


ইনটারভিউয়ের যে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই তা আমাদের প্রত্যেকের জানা। যে-কোনো ক্ষেত্র থেকেই প্রশ্ন করা হতে পারে। কোন ক্ষেত্র থেকে আপনাকে প্রশ্ন করা হবে তা নির্ভর করছে প্রশ্নকর্তার ওপর। তবে যে পরীক্ষার্থী যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয় থেকে কিছু প্রশ্ন করা হবে এটা আশা করাই যায়। যদিও দু-এক ক্ষেত্রে সামান্য কয়েকটা সৌজন্যমূলক প্রশ্ন করেই ছেড়ে দেওয়া হয়। তবে ঘাবড়ানোর কিছু নেই। ইনটারভিউ বোর্ডে প্রশ্নকর্তারা যথেষ্ট সহযোগিতা করে থাকেন।

যারা ইনটারভিউ দিচ্ছেন তাঁরা বিষয়গত পড়াশোনার পাশাপাশি কিছু সাধারণ জিনিসও আয়ত্ত করে রাখবেন। এখন এঝলকে দেখে নিন, কোন্ কোন্ বিষয়ে গুরুত্ব দিতে হবে আপনাকে-

আপনার নামের অর্থ এবং ব্যাকরণগত কিছু দিক যেমন— সন্ধি, সমাস, প্রত্যয় ইত্যাদি। আপনার নামে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো চরিত্র আছে কিনা, থাকলে তা কোন্ রচনায় আছে? ইত্যাদি।

বাংলা নিয়ে কেন পড়লেন। এক্ষেত্রে কোনো বই থেকে মুখস্থ করা উত্তর কাম্য নয়। উত্তর দেবেন নিজের অনুভূতি আর যুক্তি দিয়ে।

শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন কেন? এক্ষেত্রেও উত্তর দেবেন নিজের অনুভূতি আর যুক্তি দিয়ে।

আপনার ফেলা, ব্লক, থানা, শহর বা গ্রাম সম্পর্কে কিছু তথ্য যেমন—বিভিন্ন আধিকারিকের নাম, জেলার ডিএম, সভাধিপতি, গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম। বিডিও, এসডিও, আপনার এলাকার এমএলএ, এমপি এঁদের নামও জেনে রাখুন। আপনার এলাকার বিশেষ কোনো ঐতিহাসিক তথ্য থাকলে, তা জেনে রাখুন। আপনার জেলার কোনো কবি, সাহিত্যিকের নাম ও সেই কবি বা সাহিত্যিকের রচনার নাম জানতে হবে।

পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম জেলার ছাত্রছাত্রীরা জেনে রাখুন কবে আপনার জেলাটি গঠিত হয়েছে। যুক্তি তৈরি রাখুন— 'আপনি এই জেলাবিভাগে সম্মত কিনা।

আপনার হবি যে-কোনো কিছুই হতে পারে। তবে এমন কিছুই বলা উচিত যাতে আপনার সত্যিকারের দখল আছে কিংবা যেখান থেকে আপনাকে প্রশ্নবাণে জর্জরিত করা সহজ নয়। 

বিষয়গত পুরনো পড়া ঝালিয়ে নিন। কলেজ ও বিদ্যালয়ের পাঠ্য বইগুলোর সিলেবাস জেনে রাখুন। রচনাগুলির লেখক ও উৎস আপনাকে জানতে হবে।

যারা আপনার পরিচিত শিক্ষক বা শিক্ষিকা তাদের সঙ্গে আলোচনা করে আপনার কনফিউশনের জায়গাগুলি দূর করুন। একটু সময় নিয়ে তাদের ইনটারভিউয়ের অভিজ্ঞতা শুনুন। 

বিদ্যালয়ে প্রচলিত নানা প্রকল্পগুলি সম্পর্কে জেনে রাখুন।

নিয়মিত খবরের কাগজে চোখ রাখুন। শিক্ষা সংক্রান্ত নানা আপডেটের পেপার কাটিং করুন আর নিয়মিত তা দেখুন।



QuotesofBengal টিম আপনাদের সকলের সাফল্য কামনা করে।

Post a Comment

নবীনতর পূর্বতন