পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা


■ অবস্থান : 


পশ্চিমবঙ্গের পশ্চিমে প্রাচীন শিলা গঠিত মালভূমি অঞ্চলটি অবস্থান করছে। পশ্চিমবঙ্গের সমগ্র পুরুলিয়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম জেলার অংশ নিয়ে পশ্চিমের মালভূমিটি গঠিত হয়েছে।

■ ভূপ্রকৃতি : 


পশ্চিমের মালভূমিটি ছোটোনাগপুরের মালভূমিরই সম্প্রসারিত অংশ। প্রাচীন শিলা দ্বারা গঠিত। এটি একটি ক্ষয়জাত মালভূমি বলা যায়। মালভূমিটির গড় উচ্চতা ১০০-৩০০ মিটার। তরঙ্গায়িত মালভূমিটির ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্বদিকে। ক্ষয়প্রাপ্ত মালভূমিটিতে কতকগুলি অনুচ্চ পাহাড় দেখা যায়। উল্লেখযোগ্য পাহাড়গুলি হল-পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়, বাগমুন্ডি পাহাড় ও পাঞ্চেৎ পাহাড়, বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় ও বিহারীনাথ পাহাড় এবং বীরভূম জেলার মামা-ভাগ্নে পাহাড় প্রভৃতি। অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু (৬৭৭ মিটার) পশ্চিমের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। বহুদিন ধরে বাহ্যিক প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হওয়ায় পশ্চিমের মালভূমি অঞ্চলে স্থানে স্থানে সমপ্রায় ভূমির সৃষ্টি হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন