◼️ভূমি দূষণের সংজ্ঞা:
ভূমি দূষণ বলতে ভুপৃষ্ঠের উপরিভাগের ভূমির গুণগত মানের অবনমন ঘটাকে বোঝায়। পৃথিবীর ব্যাপক জনসংখ্যার চাপ, মাত্রাতিরিক্ত জনগণের খাদ্য চাহিদা পুরণের জন্য প্রগাঢ় কৃষির স্বার্থে কষিজমিতে ব্যবহৃত কীটনাশক, রাসায়নিক সার, শিল্পকেন্দ্রের কঠিন আবর্জনা, শহরের ও গৃহস্থালীর সৃষ্ট আবর্জনা প্রভৃতির প্রভাবে ভূমিভাগের স্বাভাবিক গুণমানের অবনমন ঘটাকেই বলা হয় ভূমি দূষণ (Land Pollution)।
১. ভূমি দূষণের উৎস বা কারণ :
ভূপৃষ্ঠের ভূমিভাগ বা মৃত্তিকা দূষণের উৎস বা কারণগুলি হল—
(i) অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ ভূমি দূষণের অন্যতম কারণ। একই জমিতে বারংবার একই ফসল চাষ, অত্যধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, দুটি ফসল রোপণের মধ্যে ব্যবধান খুবই কম থাকায় ভূমি দূষণ ঘটেছে।
(ii) শিল্পকেন্দ্রগুলি থেকে সৃষ্ট বিষাক্ত রাসায়নিক পদার্থগুলি ভূমি দূষণ ঘটায়।
(iii) হাঁস-মুরগি প্রতিপালন ও পশুপালনের প্রভাবে ভূমিভাগ দূষিত হয়।
(iv) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যপদার্থ, কিংবা, পারমাণবিক বিস্ফোরণজনিত কারণে ভূমিভাগ দূষিত হয়।
(v) পৌর সংস্থাগুলির স্তূপীকৃত কঠিন আবর্জনা থেকে ভূমি দূষণ ঘটে।
(vi) বিভিন্ন প্রাণীর রেচন পদার্থ ভূমি দূষণ ঘটায়।
(vii) অম্লবৃষ্টির প্রভাবে ভূমিভাগের অম্লের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ভূমিভাগ দূষিত হয়।
(viii) ব্যাপক ও যথেচ্ছভাবে পলিথিন, প্লাস্টিকের ব্যবহার ভূমি দূষণ ঘটাতে সাহায্য করে।
• জীবকূলের উপর ভূমি দূষণের প্রভাব :
(i) ভূমিভাগ দূষিত হলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, বংশবিস্তার ও অন্যান্য ক্রিয়াকলাপের ব্যাঘাত ঘটে।
(ii) দূষিত ভূমিভাগ থেকে আমাশা, টাইফয়েড, কলেরা প্রভৃতি রোগের ব্যাকটেরিয়া মানুষের দেহে প্রবেশ করে।
(iii) ভূমি দূষণের প্রভাবে মস্তিষ্কের কোশের বিনাশ, অনীহা, দৃষ্টিহীনতা, রক্তচাপবৃদ্ধি, বধিরতা, হিমোগ্লোবিনের সক্রিয়তা নষ্ট, বিপাকীয় অস্বাভাবিকতা প্রভৃতির সৃষ্টি হয়।
• প্রতিকার :
ভূমি দূষণ রোধ ও নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। যথা-
(i) শিল্পকেন্দ্র, শহরাঞ্চল ও গৃহস্থালীর ভূমি দূষণকারী বর্জ্য পদার্থগুলিবিজ্ঞানসম্মতভাবে পরিশোধনের ব্যবস্থা করা।
(ii) প্রয়োজনে আবর্জনাকে ভস্মীভূত করলে ভূমি দূষণ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
(iii) ভূমি দূষণকারী বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থের পুনর্ব্যবহারের ব্যবস্থা করে ভূমি দূষণ নিয়ন্ত্রণ করা যায়।
(iv) আইন প্রণয়ন করে ভূমি দূষণকারী বর্জ্য পদার্থ যত্রতত্র ফেলা বন্ধ করা প্রয়োজন।
(v) সর্বোপরি ভূমি দূষণের ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা দরকার।
একটি মন্তব্য পোস্ট করুন