মূর্খলোক চেনার উপায় | মূর্খ লোকের ৫১ টি লক্ষণ | 51 Signs Of Idiot Person

১. যে মা বাবার সঙ্গে বিরোধ করে।
২. নিজের থেকে শক্তিশালী মানুষের সঙ্গে শত্রুতা করে।
৩. নিজের শরীরকে নিয়ে যে অহংকার করে।
৪. শক্তিহীন হয়েও নিজের প্রভাব দেখায়।
৫. নিজের প্রশংসা নিজেই করে।
৬. গরীব হয়েও বড় বড় কথা যে বলে।
৭. মূর্খ মানুষ প্রশাসন ও চিকিৎসকের সঙ্গে অকারনেই বিরোধিতা করে।
৮. যে পকেটে থাকা জন্য টাকার অহংকার করে।
৯. যে অকারণে অনেক হাসে।
১০. যার মধ্যে বিচার বোধ ও বিবেক নেই।
১১. যার সবাই শত্রু যার বন্ধু নেই, সবাইকেই নিজের শত্রু বানাতে থাকে যে।
১২. যে নিচ মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ও অন্যের বদনাম করে সে মূর্খ ছাড়া কিছু নয়।
১৩. যে বিদেশে গিয়ে যে কোনো কাউকে বিশ্বাস করে নেয়, সে মূর্খ।
১৪. যে নেশা ও বিলাস ব্যাসনে নিজের হুশ হারিয়ে ফেলে সে মূর্খ।
১৫. যে অন্যের উপর নির্ভরশীল হয়ে নিজে কষ্ট করা বন্ধ করে দেয়, বাড়িতে বসে খেতে চায় সে মূর্খ।
১৬. যে বাড়ির লোকের কাছে বড় বড় কথা বলে কিন্তু বাইরের দুনিয়ায় কিছুই করতে পারে না, সে মূর্খ।
১৭. যে মেয়েদের কাছে নিজের জ্ঞান দেখায়, কিন্তু ভরা সভায় কিছুই বলতে পারে না, সে মূর্খ।
১৮. নির্লজ্জ, বেহায়ার মতো নিয়মের বাইরে কাজ করে সে মূর্খ।
১৯. শরীরে রোগ হওয়ার ভয় যে করে না সে মূর্খ।
২০. যেখানে অপমান হয়, তবু সেখানে বার বার যায় সে মূর্খ।
২১. না চাওয়া সত্ত্বেও যে লোককে জ্ঞান দেয়, সে একদম মূর্খ।
২২. বিচার না করে কোনো ছোট ভুলে যদি কেউ কাউকে শাস্তি দেয়, সে মূর্খ।
২৩. ছোটো ছোটো ব্যাপারে যে নিজের কৃপা দেখায় সে মূর্খ।
২৪. মুখ থেকে শুধু অপশব্দ বলে যে, সে মূর্খ।
২৫. কেউকে ভালোবেসে যদি সে তার ভুল দেখা বন্ধ করে দেয় সে মূর্খ।
২৬. কেউকে ঘৃনা করে যদি সে তার ভালো কাজ গুণগুলো দেখা বন্ধ করে দেয় সে মূর্খ।
২৭. নিচের সঙ্গে বন্ধুত্ব ও অন্যের স্ত্রীর সঙ্গে সহবাস করে, সে মূর্খ।
২৮. অন্যের উপকার ভুলে যাওয়া ও নিজের করা ছোটো উপকার সারাজীবন মনে রাখা মূর্খের লক্ষণ।
২৯. অলস, তামসিক, অধীর মানুষ মূর্খ হয়।
৩০. নিজের ধন, সম্পত্তি, বিদ্যা, বুদ্ধি, বৈভবের যে অহংকার করে সে মূর্খ।
৩১. যে অপবিত্র থাকে সে অপরিষ্কার থাকে সে মূর্খ।
৩২. রাগ, কুবুদ্ধিতে নিজের ক্ষতি করা মূর্খতার লক্ষণ।
৩৩. নিজের ভালো করে যে তার সঙ্গে খারাপ ব্যবহার মূর্খতার লক্ষণ।
৩৪. নিচ লোকের বড়াই করা মূর্খতার লক্ষণ।
৩৫. শক্তি ও স্বয়ংসম্পূর্ণ ভাবে যে সে মূর্খ।
৩৬. যে ভগবানের বিশ্বাস করে না, সাংসারিক বিষয় বাসনা যার লক্ষ্য সে মূর্খ।
৩৭. যে বড়দের অসন্মান করে ও বিরোধ করে সে মূর্খ।
৩৮. যে অন্যের দুঃখে খুশি হয় ও অন্যের খুশিতে দুঃখ পায় সে মূর্খ।
৩৯. যে অতীত নিয়ে দুঃখ করে সে মূর্খ।
৪০. যে নিজের সন্মানের রক্ষা করতে পারে না। হাসি মজা করে সে মূর্খ।
৪১. যে লোক দেখানোর জন্য টাকার খরচ করে সে মূর্খ।
৪২. যে মেয়েদের গোলামী করে , বড়দের অসন্মান অপমান করে সে মূর্খ।
৪৩. যে মূর্খের কথায় চলে ভালোমানুষ যে অগ্রাহ্য করে সে মূর্খ।
৪৪. যে পরিবারের কথা ভুলে নিজের শখে জীবন নষ্ট করে সে মূর্খ।
৪৫. নেশা ও জুয়ায় যে নিজের সময় নষ্ট করে সে মূর্খ।
৪৬. যে বন্ধু ও শত্রুর পরিচয় করতে পারে না সে মূর্খ।
৪৭. যে নিজের ভালো ও মন্দ বোঝে না সে মূর্খ।
৪৮. যে বিশ্বাসী মানুষের সঙ্গে অভিনয় করে তাদের সঙ্গে ছলনা করে সে মূর্খ।
৪৯. যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারে না, সে মূর্খ।
৫০. যে হাসতে হাসতে লোকের সঙ্গে লড়াই করে যায়, সে মূর্খ।
৫১. যে শুধু নিজের কথাই বলে যায়, অন্যের কথা শোনে না, সে মূর্খ।


ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।

Post a Comment

নবীনতর পূর্বতন